‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা
জলবায়ু পরিবর্তনে সৃষ্ট নতুন নতুন সমস্যা চিহ্নিত করে গবেষণালব্ধ কারিগরি সমাধানের উপর প্রতিবেদন তৈরির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে সকালে কক্সবাজারে জেলা পরিষদ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আয়োজিত দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় গণমানুষের অভিযোজন দক্ষতাকে কাজে লাগিয়ে সাংবাদিকদের প্রতিবেদন তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যার বৈশ্বিক ধরন ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার উপরও জোর দেন তারা।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি এন্ড ক্লাইমেট বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরিফ মো. মাহবুব-ই-কিবরিয়া।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তৃতা করেন, প্রকল্প পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন, কারণ, প্রভাব, গড় তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও সংখ্যা, জীববৈচিত্র্যের ক্ষতি, খাদ্য ও পানির অভাব, কৃষি উৎপাদন ব্যাহত এবং সুপেয় পানির সংকট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও ২০২২ সালের ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, ভূমিধস নিয়ে কারিগরি ব্যাখ্যা উপস্থাপনা করা হয়।

অন্যদিকে, জলবায়ু নিয়ে সচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা ও বিশেষায়িত জ্ঞানের অভাব, তথ্য ও পরিমাপের অভাব, প্রবেশগম্যতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ, সময়ের অভাব এবং ডেডলাইন, মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রচলিত রিপোর্টিং এর সীমাবদ্ধতার বিষয়ে তুলে ধরা হয়।
জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা, গবেষণা, স্থানীয় প্রাকৃতিক পরিবর্তন, কৃষকদের দক্ষতা ও সীমাবদ্ধতা, বছরব্যাপী রিপোর্টিং শিডিউল, ফ্যাক্ট চেক, প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, পরিবেশগত টেকসই উন্নয়ন, সমাধানের লক্ষ্যে ফলোআপ রিপোর্টিং ইত্যাদি বিষয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.